বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ২৪শে আগস্ট, ২০২৩ইং তারিখ রোজ বৃহস্পতিবার ২টা ৩০ মিনিটে বার কাউন্সিল ভবনের ২য় তলায় আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও এটর্নি জেনারেল জনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন-এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ রেজাউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব রবিউল আলম বুদু, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান জনাব আবদুল বাতেন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান জনাব একরামুল হক, হাউজ কমিটির চেয়ারম্যান জনাব আনিছ উদ্দিন আহমেদ সহিদ, রিলিফ কমিটির চেয়ারম্যান জনাব মোঃ জালাল উদ্দিন খান, রোল এন্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রহমান, কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জনাব আবদুল্লাহ আবু ও আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল)।
Leave a Reply