Notice Board

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

এটর্ণি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন-এর নেতৃত্বে বার কাউন্সিলের একটি প্রতিনিধি দল আজ ১৫ জুলাই, ২০২৩ইং সকাল ১১টা ৪০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।  উক্ত শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ রেজাউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব রবিউল আলম বুদু, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান জনাব আবদুল বাতেন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান জনাব একরামুল হক, হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব এ এফ এম মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু), হাউজ কমিটির চেয়ারম্যান জনাব আনিছ উদ্দিন আহমেদ সহিদ, রিলিফ কমিটির চেয়ারম্যান জনাব মোঃ জালাল উদ্দিন খান, রোল এন্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রহমান, কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), বাংলাদেশ বার কাউন্সিলের উপ-সচিব জনাব মোঃ আফজাল উর রহমান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শোকবার্তা

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক রিলিফ কমিটির চেয়ারম্যান ও এনরোলমেন্ট কমিটির সাবেক সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসরাফিল গত ১৮ই জুন ২০২৩ইং তারিখে তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানসহ অন্যান্য সকল কমিটির চেয়ারম্যান, সদস্যগণ ও বার কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীরদের পক্ষ থেকে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সৈয়দ রেজাউর রহমান
ভাইস চেয়ারম্যান
বাংলাদেশ বার কাউন্সিল

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বার কাউন্সিলের নির্বাচিত সদস্যগণের সৌজন্য সাক্ষাৎ

আজ ১৩ জুন, ২০২৩ তারিখ বেলা ১২টায় বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন, ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দ রেজাউর রহমান ও বার কাউন্সিলের নির্বাচিত সদস্যগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন স্বাগত বক্তব্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান মহামান্য রাষ্ট্রপতিকে সাক্ষাৎ প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশ বার কাউন্সিল জাতির পিতা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ। কারণ, জাতির পিতার হাতেই ১৯৭২ সালে বার কাউন্সিলের সৃষ্টি হয়েছিল এবং তিনি বার কাউন্সিলের বেনাভোলেন্ট ফান্ডে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩৯ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ বার কাউন্সিল ভবন নির্মাণ করে দিয়েছেন। বিজ্ঞ আইনজীবীগণের রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে সম্মানজনক অবস্থান থাকা প্রয়োজন উল্লেখপূর্বক মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও, বার কাউন্সিলের বেনাভোলেন্ট ফান্ডকে শক্তিশালী করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সুদৃষ্টি কামনা করেন। বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল) বাংলাদেশের আইনজীবীদের পদমর্যাদা থাকার বিষয়ে মতামত ব্যক্ত করেন। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব রবিউল আলম বুদু, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান জনাব একরামুল হক, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব এ. এফ. মো: রুহুল আনাম চৌধুরী মিন্টু ও রিলিফ কমিটির চেয়ারম্যান জনাব মো: জালাল উদ্দিন খান সাক্ষাৎ প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও অভিনন্দন জানান। লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান জনাব আবদুল বাতেন বাংলাদেশ বার কাউন্সিলকে সরকারী সংবিধিবদ্ধ স্বায়ত্ত্বশাসিত সংস্থা হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। রোল এন্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহমান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যগণের জন্য একটি পদমর্যাদা নির্ধারণের জন্য মহামান্য রাষ্ট্রপতির সুদৃষ্টি কামনা করেন। কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) বাংলাদেশের ৬৪ জেলার সকল বার সমিতির লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের সংস্থান করার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট অনুরোধ জ্ঞাপন করেন।

মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত সকলের বক্তব্য ধৈর্য্য সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আশ্বাস প্রদান করেন।