General Notice

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

এটর্ণি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন-এর নেতৃত্বে বার কাউন্সিলের একটি প্রতিনিধি দল আজ ১৫ জুলাই, ২০২৩ইং সকাল ১১টা ৪০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।  উক্ত শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ রেজাউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব রবিউল আলম বুদু, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান জনাব আবদুল বাতেন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান জনাব একরামুল হক, হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব এ এফ এম মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু), হাউজ কমিটির চেয়ারম্যান জনাব আনিছ উদ্দিন আহমেদ সহিদ, রিলিফ কমিটির চেয়ারম্যান জনাব মোঃ জালাল উদ্দিন খান, রোল এন্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রহমান, কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), বাংলাদেশ বার কাউন্সিলের উপ-সচিব জনাব মোঃ আফজাল উর রহমান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শোকবার্তা

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক রিলিফ কমিটির চেয়ারম্যান ও এনরোলমেন্ট কমিটির সাবেক সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসরাফিল গত ১৮ই জুন ২০২৩ইং তারিখে তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানসহ অন্যান্য সকল কমিটির চেয়ারম্যান, সদস্যগণ ও বার কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীরদের পক্ষ থেকে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সৈয়দ রেজাউর রহমান
ভাইস চেয়ারম্যান
বাংলাদেশ বার কাউন্সিল